সংবাদদাতা,পেকুয়া:

কক্সবাজারের পেকুয়ায় গভীর রাতে পল্লীবিদ্যুতের ২টি ট্রান্সফর্মার চুরি হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান গ্রাম পুলিশের সহায়তায় সন্দেহমুলক ৪জনকে আটক করেছে। পরে তাদের পেকুয়া থানা পুলিশে সোর্পদ করে। সোমবার (৭অক্টোবর) গভীর রাতে চুরির এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন উপজেলার টইটং ইউনিয়নের বড়পাড়া এলাকার আব্দু রহিমের ছেলে জাকরিয়া (৩০), একই এলাকার নুরুল হকের ছেলে মিনার (২২),আব্দু রহিমরে ছেলে হাবিব উল্লাহ (২৩) ও নুরুল হকের ছেলে ইমরান (২৩)। জানা গেছে, টইটং জালিয়ার চাং বড়পাড়া ও বনকানন গ্রামে বিদ্যুত সঞ্চালন লাইন সংযোগ কাজ সম্প্রতি শেষ হয়েছে। দুই গ্রামে প্রায় ৮০টি পরিবার নতুন সংযোগের আওতায় এসেছে। আগামি এক সপ্তাহের মধ্যে এসব পরিবারে বিদ্যুত সংযোগ দেয়ার কথা রয়েছে। বিদ্যুতের খুঁটিতে কয়েকটি ১০/১৫ কেবি নতুন ট্রান্সফর্মার সংযোজন করা হয়েছে। স্থানীয়রা জানায়‘ওইদিন গভীর রাতে চুরের দল ২টি ট্রান্সফর্মার চুরি করে নিয়ে যায়। ইউপি চেয়ারম্যান দুপুরে গ্রাম পুলিশের সহায়তায় সন্দেহভাজন ৪জনকে আটক করে পরিষদে নিয়ে যায়। টইটং ইউপি’র চেয়ারম্যান জাহেদুল ইসলাম জানায়‘২টি নতুন ট্রান্সফর্মার চুরি হয়েছে। গ্রাম পুলিশ নিয়ে বড়পাড়া থেকে ৪জনকে আটক করি। জিজ্ঞাসাবাদে তারা চুরি করেছে বলে স্বীকার করেছে। তাদের সাথে আরো কয়েকজন জড়িত রয়েছে বলে জানান। হাবিব উল্লাহর বাড়ি থেকে চুরি হওয়া কিছু মালামাল উদ্ধার করেছি। চারজনকে পুলিশে সোর্পদ করেছি’। তিনি আরো জানান‘ ওই চারজন প্রকৃত চোর। তাদের চোর একটি সিন্ডিকেট রয়েছে। ওই সিন্ডিকেটের লোকজন এলাকায় চুরি চামারির সাথে জড়িত। একমাস আগে টইটং হাসপাতালের পাশে বিদ্যুতের ট্রান্সফর্মারটি চুরি হয়। একই ভাবে গত দুই দিন আগে বারবাকিয়া লম্বামুরা থেকেও একটি ট্রান্সফর্মার চুরি হয়েছে। তারা এসব চুরির সাথে সরারসরি জড়িত’। পল্লীবিদ্যুত সমিতি পেকুয়ার ইনর্চাজ পুর্নেন্দু মজুমদার জানায়‘গত কয়েকমাসে ৫টি ট্রান্সফর্মার চুরি হয়েছে। এসব চোরেরদল শক্তিশালী। প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ মাজেদ বাদি হয়ে মামলা করবেন বলে জানান তিনি’। পেকুয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) কামরুল আজম জানায়‘৪জন আটক আছে। কিছু মালামাল উদ্ধার করেছি। আরো মালামাল উদ্ধার করা হবে। এটা অবশ্যই মামলা হবে।