মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, রামু
বাংলাদেশের বৌদ্ধদের অন্যতম ধর্মীয় গুরু, বাংলাদেশ সরকার কর্র্তৃক ‘একুশে পদকে’ ভুষিত, মায়ানমার সরকার কর্তৃক ‘আগ্গমহাস্বধ্বম্মাজ্যোতিকাধ্বজ্জা’ পদকে ভুষিত, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন সভাপতি, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ, ত্রিপিটক বিশারদ, বহুগ্রন্থ প্রণেতা, গবেষক, উপ-সংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র মরদেহে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দ।
৮ অক্টোবর, মঙ্গলবার বেলা ১২ টার দিকে সাংবাদিকরা পুষ্পস্তবক নিয়ে রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে পৌঁছে উপ-সংঘরাজ, প্রয়াত পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তাঁরা প্রয়াত বৌদ্ধ ভিক্ষুর মরদেহের পাশে কিছুক্ষন নিরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন কালে রামু প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে খালেদ শহীদ(দৈনিক সমকাল ও দৈনিক রূপসীগ্রাম), নীতিশ বড়ুয়া(দৈনিক পূর্বকোণ ও দৈনিক সকালের কক্সবাজার), সুনীল বড়ুয়া (মাছরাঙ্গা টেলিভিশন ও দৈনিক আজাদী), খালেদ হোসেন টাপু(দৈনিক বাঁকখালী), সোয়েব সাঈদ(দৈনিক আমাদের সময় ও দৈনিক কক্সবাজার), মুহাম্মদ আবু বকর ছিদ্দিক,(দৈনিক দিন কাল ও কক্সবাজার নিউজ ) কক্সবাজার নিউজ আল মাহমুদ ভুট্টু(দৈনিক মানব জমিন ও দৈনিক আজকের দেশবিদেশ), ওবাইদুল হক নোমান (দৈনিক হিমছড়ি), আবুল কাশেম(দৈনিক দৈনন্দিন), আব্দুল মালেক সিকদার(দৈনিক আমাদের কক্সবাজার), মো.নাছির উদ্দিন(দৈনিক কক্সবাজার প্রতিদিন) প্রমুখ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে প্রেসক্লাব নেতৃবৃন্দ শোক বইতে স্বাক্ষর করেন এবং রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে মিলিত হন। এ সময় কমিটির সাধারণ সম্পাদক রাজু বড়ুয়া সাংবাদিকদের জানান, ৯ অক্টোবর, বুধবার প্রয়াত পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র মহাসংঘদান, পেটিকাবদ্ধ ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে।
প্রয়াত পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র প্রতি রামু প্রেসক্লাবের ফুলেল শ্রদ্ধা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।