হারুনর রশিদ, মহেশখালী:
মহেশখালী থানা পুলিশের ছাঁড়াশী অভিযানে ২শ লিটার বাংলামদসহ টমটম গাড়ী জব্ধ করেছে পুলিশ।
মহেশখালী থানা পুলিশের অভিযানে ছোট মহেশখালী উত্তরকুলস্থ বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে প্রধান সড়কের উপর থেকে একটি টমটম গাড়ী করে পাচারের সময় ৩জন বাংলা মদ ব্যবসায়ীকে আটক করে। এএসআই জহিরুল হক এর নেতৃত্বে একদল পুলিশ ৬অক্টোবর রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান কালে তাদের বহনকৃত টমটম গাড়ীটি জব্দ করে।
আটককৃতরা হলেন- উত্তর সিপাহীর পাড়ার জানে আলীর পুত্র সৈয়দুল করিম,পশ্চিম সিপাহীর পাড়ার মোঃ ছিদ্দিকের পুত্র নাজির হোসেন,দেবাঙ্গা পাড়ার আবদুর রশিদের পুত্র মোঃ শাহেদ কালু। আটককৃতদের বিরুদ্ধে মহেশখালী থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।
এব্যাপারে মহেশখালী থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত বাবুল আজাদ বলেন, এলাকার শান্তি শৃংখলা রক্ষার্থে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।