মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

‘বর্জ্যকে সম্পদে পরিনত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে কক্সবাজারে বিশ্ব বসতি দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় হতে সোমবার ৭ অক্টোবর সকালে শুরু হওয়া বর্ণাঢ্য র‍্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালীর আগে বেলুন ও পতাকা উড়িয়ে দিবসটির কার্যক্রমের উদ্বোধন করা হয়।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত, কক্সবাজার জেলা প্রশাসন, গণপূর্ত বিভাগ ও নগর উন্নয়ন কর্তৃপক্ষের সহযোগিতায় অনুষ্ঠিত র‍্যালীতে কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কউক চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমেদ, জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম, কউক সদস্য এডভোকেট প্রতিভা দাশ, প্রকৌশলী বদিউল আলম, কক্সবাজার চেম্বার সভাপতি আবু মোর্শেদ খোকা প্রমুখ অংশ নেন।