আলাউদ্দিন লোহাগাড়া:
সনাতন ধর্মাবলম্বীদের দূর্গা পূজা উপলক্ষে গতকাল রবিবার(৬সেপ্টেম্বর) রাতে লোহাগাড়ার আমিরাবাদ, কলাউজান ও পদুয়াসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন
চট্টগ্রাম-১৫(লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সাংসদ ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
এ সময় লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রিজিয়া রেজা চৌধুরী উপস্থিত ছিলেন।
এতে আরো উপস্থিত লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, লোহাগাড়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান শ্রীনিবাস দাশ সাগর,
লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান নুরুচ্ছাফা চৌধুরী, পুটিবিলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ ইউনুছ, কলাউজান ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, পদুয়া ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন, লোহাগাড়া উপজেলা যুবলীগ আহবায়ক জহির উদ্দিন পূজা উদযাপন পরিষদ সভাপতি শিবু রঞ্জনদাশ প্রমুখ।
পরে তিনি প্রত্যেক মন্ডপে আর্থিক সহযোগিতা করা হবে বলে জানান।