আবুল কালাম চট্টগ্রাম :

চট্টগ্রাম বন্দরে তিন দিনের শুভেচ্ছা সফরে এসে পৌঁছেছে জাপানের দুইটি যুদ্ধজাহাজ।
জাহাজ গুলোর নাম হলো বানজো ও তাকাশিমা এ দুই জাহাজ সে দেশের মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের (জেএমএসডিএফ) যুদ্ধ জাহাজ।

রোববার (৬ অক্টোবর) জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

বঙ্গোপসাগরে এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘দুর্জয়’ তাদের স্বাগত জানায়।

যুদ্ধ জাহাজ দুটি হল ‘মাইন সুইপার টেন্ডার বাঙগো’ ও ‘মাইন সুইপার কোস্টাল তাকাসিমা’ বন্দরের সাইলো জেটিতে নোঙর ফেলে। জাহাজ দুটিতে অফিসার ও নাবিকসহ সর্বমোট ২০৫ জন ক্রু রয়েছেন। তিন দিনের শুভেচ্ছা সফর শেষে জাহাজ দুটি মঙ্গলবার (৮ অক্টোবর) বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।

জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছলে নৌ-বাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশনের মধ্য দিয়ে স্বাগত জানায় নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল। পরে চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন সৈয়দ হেলাল হোসেন দুটি জাহাজের অধিনায়ক সেইজি ইকুবোকে ফুল দিয়ে স্বাগত জানান। এসময় বাংলাদেশ নিযুক্ত জাপান দূতাবাসের প্রতিনিধীসহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।