আলাউদ্দিন, লোহাগাাড়া :

বাদ্য-বাজনা আর ভক্তদের পদচারণায় মুখরিত লোহাগাড়ার পূজামণ্ডপগুলো। এবারে লোহাগাড়ায় ১০৮ টি মন্ডপে চলছে দূর্গা পূজা।

সন্ধ্যায় ধূপ-ধুনোয় ভক্তদের নৃত্য আরতি, আর ঢাক-ঢোল, কাঁসর-মন্দিরা বাদ্য, বর্ণাঢ্য আলোকচ্ছটায় উদ্ভাসিত হয়ে উঠে পূজামণ্ডপগুলো।

মূলত সপ্তমী থেকেই শুরু হয় শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।
পূজামণ্ডপগুলোতে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবকে সঙ্গী করে ঘুরে ফিরেছেন মণ্ডপে মণ্ডপে ।

রোববার (৬ অক্টোবর) ছিল শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী। এদিন অকল্যাণের প্রতীক মহিষাসুর বধের চূড়ান্ত পর্যায় শুরু। মহাষ্টমীই শারদীয় দুর্গাপূজার সবচেয়ে আকর্ষণীয় এবং জাঁকজমকপূর্ণ দিন। দেবীর সন্ধিপূজা এবং কুমারী পূজার মধ্য দিয়ে দিনটি পালন করবে হিন্দু ধর্মাবলম্বীরা।

লোহাগাড়ার কলাউজান হিন্দুর হাট, আমিরাবাদ মঙ্গল নগর, পদুয়া গুপ্ত বড়ি ও বাসু দেব বাড়িসহ কয়েকটি পূজা মন্ডপে সরেজমিন গিয়ে দেখা যায়, নানা বয়সী পূজারী আর ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মত।

এছাড়াও প্রতিটি পূজামণ্ডপেই লক্ষ্য করা গেছে, কড়া নিরাপত্তা ব্যবস্থার। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম জানান,শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

গত শুক্রবার (৪ অক্টোবর) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে।

জগতের মঙ্গল কামনায় কৈলাসবাসি দেবীর আগমন ঘটেছে ঘোড়ায় চড়ে। বিজয়া দশমীতেও দেবী দুর্গা কৈলাসে ফিরবেন ঘোড়ায় চড়ে।