প্রেস বিজ্ঞপ্তি:
উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাগলির বিল এলাকার সমাজ সেবক দানে আলম চৌধুরী আর নেই। আজ রোববার (৬ অক্টোবর) দূরারোগ্য রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর। আগামীকাল সকাল ১০টায় পাগলির মাদ্রাসায় তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
দানে আলম চৌধুরী ওই এলাকার মৃত মনছুর আলমের পুত্র একজন জনহিতৈষী ব্যক্তিত্ব ও সমাজ সেবক ছিলেন। তিনি পাগলিরবিল চৌধুরী পরিবার সমাজ কমিটির উপদেষ্টা। এছাড়াও নানা সামাজিক কাজের সাথে দীর্ঘদিন তিনি জড়িত ছিলেন।
দানে আলম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল করিম চৌধুরী। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।