ডেস্ক নিউজ:
ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটযুবলীগ থেকে সদ্য বহিষ্কৃত ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৬ অক্টোবর) র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম তাকে এই সাজা দেন। র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক লে. ক. সারোয়ার বিন কাশেম এ তথ্য জানান।
এর আগে সম্রাটের কাকরাইলের অফিস থেকে ক্যাঙ্গারুর দুটি চামড়াসহ একটি পিস্তল, ছয় রাউন্ড গুলি, দুটি বৈদ্যুতিক টর্চার মেশিন, বিদেশি মদ ও ১ হাজার ১৫০ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব।
সারোয়ার বিন কাশেম বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সম্রাটকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।