লোহাগাড়া প্রতিনিধি:
লোহাগাড়া উপজেলার সন্ত্রাসী পুলিশের তালিকাভুক্ত পালাতক আসামী মো: হারুন (৩৮)কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৫ অক্টোবর) দিনগত রাতে চুনতি সাতগড় কুলাল পাড়া এলাকার চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।
সে উপজেলার চুনতি সাতগড় কুলাল পাড়া এলকার আব্দুল আলমের ছেলে।
থানা সুত্রে জানা যায়, হারুনের বিরুদ্ধে লোহাগাড়া থানায় অস্ত্র, চাঁদাবাজি, গরু চুরি, মারামারিসহ একাধিক বিভিন্ন মামলা রয়েছে। এছাড়া এলাকায় তার অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী। গরু চুরির মামলায় ওয়ারেন্টে পুলিশ তাকে আটক করেছে বলেও জানা যায়।
স্থানীয় ইউপি সদস্য মোক্তার হোসেন প্রকাশ লেদু মেম্বার বলেন, হারুনের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট। তিনি এরা বলেন, হারুন এলাকার বিভিন্ন লোককে মিথ্যা মামলা দিয়ে হয়রানি কওে আসছে। স্থানীয়রা সন্ত্রাসী হারুন গ্রেফতার হলে সাতগড় কুলাল পাড়া এলাকায় মিষ্টি বিতরণ করেন বলেও জানান তিনি।
লোহাগাড়া থানার ওসি মু. সাইফুল ইসলাম বলেন, হারুনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। এলাকাবাসী তার অত্যাচারে অতিষ্ট। শনিবার রাতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে। রোববার সকালে আদালতে সোপার্দ করা হয়েছে বলেও জানান তিনি।