মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

রামু সীমা বিহারের অধ্যক্ষ ভদন্ত সত্যপ্রিয় মহাথেরের মৃতদেহে কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছেন। শুক্রবার ৪ অক্টোবর রাতে রামু সীমা বিহারে গিয়ে এসপি এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম এসময় গণমাধ্যমকে বলেন, পৃথিবীর সব জ্ঞানী গুনী ও মনিষীগণ সবসময় নন্দিত হন। সেরকম পন্ডিত সত্যপ্রিয় মহাথেরেও তাঁর কর্মজীবনে দীর্ঘ পথ পরিক্রমায় সৌরভে, গৌরবে সমুজ্জ্বল হয়ে থাকবেন। তাঁর কর্মের মাঝে তিনি চিরকাল বেঁচে থাকবেন। তিনি কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন। এরপর এসপি এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম শোক বইতে মন্তব্য করেন। এসময় পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম এর সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আদিবুল ইসলাম, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের সহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও সদস্য ।