লোহাগাড়া প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি পানত্রিশা গ্রামে প্রতিষ্ঠিত চাম্বিখাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয়ের হল রুমে সমিতির উপদেষ্টা ও চুনতি ইউপির সাবেক চেয়ারম্যান মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: জিয়াউল হক চৌধুরী বাবুল।

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহিম কবির, পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নছির উদ্দিন, বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাস আলী, পদুয়া হাঙ্গরখাল পানি ব্যবস্হাপনা সমবায় সমিতির সভাপতি ও উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক, সাগর এভিয়েশন হজ্ব কাফেলার চেয়ারম্যান শিল্পপতি আলহাজ্ব মুহাম্মদ জাহাঙ্গীর আলম।

রেজাউল বাহার চৌধুরী রেজার সঞ্চালনায় বক্তব্য রাখেন চাম্বিখাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি: এর সভাপতি মাষ্টার মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, কলাউজান খাদিজাতুল কোবরা আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা অানিসুল মোস্তাফা, ফরিয়াদিরকূল পানি ব্যবস্থাপনা সমবায় সিমিতি লি: এর উপদেষ্টা মো: জাহাঙ্গির আলম,

উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ নুর হোসেন, উপজেল প্রকৌশলী প্রতিপদ দেওয়ান, মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম।

উপস্থিত ছিলেন ব্যবসায়ী মুহাম্মদ নুর হোসেন, স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ জানে আলম জানু, ব্যবসায়ী মুহাম্মদ নুর হোসেন,সাতকানিয়া উপজেলা কৃষি অধিদপ্তরের উপ-সহকারী মুহাম্মদ আইয়ুব ও ব্যবসায়ী মুহাম্মদ নাছির উদ্দিন এছাড়াও সাধারণ বার্ষিক সভায় সমিতির সকল সদস্যবৃন্দ ও এনজি কর্মীর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

চাম্বিখাল পানি ব্যবস্হাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল লতিফ গত বছরের আয় ব্যয়, সাধারণ সদস্যদের শেয়ার ও সঞ্চয় জমা, আগামী বছরের কর্মপন্থা নির্ধারণ নিয়ে বক্তৃতা প্রদান করেন। ২০১৯-২০ সালের প্রস্তাবিত ৬০ লক্ষ টাকা বাজেট ঘোষণা করেন। তিনি সবাইকে সমিতির সাথে যুক্ত থেকে নতুন নতুন উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার আহ্বান জানান।