প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন সূর্যের হাসি ক্রীড়া কর্তৃক অায়োজিত “সূর্যের হাসি গোল্ডকাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০১৯” এর সর্বশেষ ফাইনাল ম্যাচ শুক্রবার বিকেল ৪ টায় দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এ ফাইনাল খেলায় অংশগ্রহণ করে দুই শক্তিশালী দল প্রত্যাশা কোচিং সেন্টার ও কাজির পাড়া ফুটবল একাদশ।
বিকেল হতে ধীরে ধীরে সমাগম হতে থাকে দর্শক। কানায় কানায় পরিপূর্ণ দর্শকদের উত্তেজনায় মাঠে এক অানন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। নির্ধারিত সময় শেষে ০০-০০ গোলে ম্যাচ ড্র হলে সরাসরি ট্রাইবেকার দেন অভিজ্ঞ রেফারী মনিরুল অালম লারা। ট্রাইবেকারে ০২-০১ গোলে জয় পায় প্রত্যাশা কোচিং সেন্টার।
ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারি শিক্ষক মোস্তফা কামাল স্যার, সহকারি শিক্ষক মনির অাহমেদ স্যার, সূর্যের হাসি ক্রীড়া সংঘের উপদেষ্টা মনসুর হেজাজী, অাশরাফুল অাজিজ, সোনার বাংলা ক্রীড়া সংঘের প্রতিনিধি রাশেদ কামাল সহ অনেকে। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি নুরুল হক বুলবুল।
প্রত্যাশা কোচিং সেন্টারের অাব্দুল্লাহ্ অাল শেফাত ম্যান অব দ্যা ম্যাচ, একই দলের সাইমুন ম্যান অব দ্যা টুর্নামেন্ট, কাজির পাড়া ফুটবল একাদশের অামজাদ ম্যান অব দ্যা টুর্নামেন্ট অব ডিসিপ্লিন নির্বাচিত হয়।
সভাপতির বক্তব্যে কবি নুরুল হক বুলবুল উভয় দলের খেলোয়াড় এবং দর্শকদের ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করেন। সুশৃঙ্খল ভাবে টুর্নামেন্ট অায়োজন ও শেষ করার জন্য কৃতজ্ঞতা বোধ প্রকাশ করেন সূর্যের হাসি ক্রীড়া সংঘের সকল সদস্যদের।