সংবাদদাতাঃ
রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে আবারো নতুন তালিকায় ১০ টাকা দামে প্রতিজনকে ৩০ কেজি করে চাল বিক্রি শুরু। শুক্রবার (৪ অক্টোবর) সকাল ১০ টায় কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনে এ চাল বিতরণের কার্যক্রম অানুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আবু মোঃ ইসমাইল নোমান।

এসময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন। এতে উপস্থিত ছিলেন ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ নুরুল আবছার,মহিলা মেম্বার সাবেকুন্নাহার সাবু,ইয়াসমিন আক্তার মুন্নি,তমান্না বেগম,নুরুল আলম মেম্বার, ডিলার লোকমান হাকিম প্রমুখ। ডিলার লোকমান জানান তিনি ইউপি চেয়ারম্যান ও মেম্বার,গণ্যমান্য ব্যক্তি ও স্থনীয় সাংবাদীকদদের সাথে নিয়ে এ ভাবে প্রতিবার চাল বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন।

তিনি আরো জানান, সরকার ও দলীয় এবং এমপি মহোদয়ের ভাবমূর্তি নষ্ট না হয় সে জন্য কোন ধরণের অনিয়ম না করে প্রতিবার এভাবে সুষ্ঠু ভাবে চাল বিতরণ করেন। স্থানীয় সূত্রে জানা যায় কচ্ছপিয়ায় আরো দুই জন ডিলার রয়েছে, যারা যুবলীগ ও ছাত্রলীগ নেতা হওয়াতে প্রতি বার ১০ টাকা দামের চাল বিক্রিতে অনিয়ম করলেও এসব অনিয়ম, দূর্নীতি তাদের হুুঙ্কারে দেখার কেউ থাকেনা। ভুক্তভোগী মানুষ তাদের এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।