মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলায় নিরাপদ, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালনে জেলা প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। এজন্য ইতিমধ্যে প্রয়োজনীয় সবধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাঃ শাজাহান আলি শুক্রবার ৪ অক্টোবর সন্ধ্যায় কক্সবাজার শহরের বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শনকালে পুজা উদযাপন কমিটির কর্মকর্তা, পুজারী, ধর্মীয় গুরুদের উদ্দেশ্য এ কথা বলেন।
এসময় এডিএম মোহাঃ শাজাহান আলি কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে কক্সবাজার শহরের কালী মন্দির,
স্বরসতী মন্দির, বঙ্গপাহাড় মন্দির, হরিজন পাড়া মন্দির, ইন্দ্রসেন দূর্গাবাড়ি,
ঘোনারপাড়া কৃষানন্দধাম মন্দির,
ঝাউতলা হরিমন্দির, কালী মন্দির, স্বরসতী মন্দির,বঙ্গপাহাড় মন্দির, হরিজন পাড়া মন্দির, ইন্দ্রসেন দূর্গাবাড়ি,
ঘোনারপাড়া কৃষানন্দধাম মন্দির,
ঝাউতলা হরিমন্দির, পর্যটন বীচ পূজামন্ডপ সহ আরো বিভিন্ন মন্দিরে পুজামন্ডপ পরিদর্শন করেন। তিনি আরো বলেন, পূজামন্ডপ সমূহে নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। শৃঙ্খলা সুরক্ষায় স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালন সহ মহিলা ও পুরুষ পুজারীদের জন্য ভিন্ন ভিন্ন প্রবেশপথে মন্দিরে আসা যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। পরিদর্শনকালে এডিএম মোহাঃ শাজাহান আলি পূজার সার্বিক নিরাপত্তা ও পূজা অর্চনার বিভিন্ন বিষয়াদি নিয়ে স্ব স্ব মন্দির ও মন্ডপের সভাপতি, সম্পাদক, পুজারী ও দর্শনার্থী সহ কমিটির সদস্যদের সাথে আলাপ আলোচনা করেন। পুজা কমিটির নেতৃবৃন্দ কক্সবাজার জেলা প্রশাসনের নেওয়া বিভিন্ন পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন। কমিটির কর্মকর্তা ও পুজারীরা এসময় পরিদর্শনকারী কর্মকর্তাদের শারদীয়া শুভেচ্ছা জানান ও পুজামন্ডপ পরিদর্শনে আসায় ধন্যবাদ জ্ঞাপন করেন। পুজামন্ডপ পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার মোক্তার, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির স্বপন পাল, পুজা কমিটির নেতা বেন্ডু দাশ, স্বপন পাল প্রমুখ এডিএম মোহাঃ শাজাহান আলি’র সাথে ছিলেন।