প্রেস বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ, একুশে পদকপ্রাপ্ত, রামু কেন্দ্রীয় সীমা মহা বিহারের অধ্যক্ষ পন্ডিত সত্যপ্রিয় মহাথেরো এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
এক শোক বার্তায় এমপি কমল বলেন, পৃথিবীতে যারা জ্ঞানী-গুনী ও মহৎ, তাঁরা সবসময় নন্দিত ও পূজিত হয়। তেমনি ভদন্ত সত্যপ্রিয় মহাথেরো দীর্ঘ কর্মময় জীবনে সৌরভে-গৌরবে সমুজ্জ্বল হয়ে থাকবেন। তিনি ১৯৭১ এর স্বাধীনতা সংগ্রামে অনন্য ভূমিকা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদকে ভূষিত হন। তাঁর
প্রয়াণে রামু-কক্সবাজারসহ দেশবাসী একজন সমাজহিতৈষীকে হারাল। এমপি কমল সম্প্রীতির বাতিঘর পন্ডিত সত্যপ্রিয় মহাথেরো’র পারলৌকিক শান্তি কামনা করেছেন।