হাফিজুল ইসলাম চৌধুরী :
কক্সবাজারের রামুর গর্জনিয়া ইউনিয়নের রাজঘাট খালের ওপর সেতু নির্মাণ ও সম্রাট শাহসূজা সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে রাজঘাট গ্রামে অনুষ্ঠিত ওই মানববন্ধন-সমাবেশে গ্রামের ৩০০ শতাধিক মানুষ অংশ নেন। সমাবেশ থেকে এ ব্যাপারে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্থানীয় সাংসদ সাইমুম সরওয়ার কমলের দৃষ্টি আকর্ষন করা হয়েছে।

সমাবেশে বক্তব্য দেন- গর্জনিয়ার শিক্ষানুরাগী ছলিম উল্লাহ চৌধুরী, সাবেক ইউপি সদস্য আবুল কাশেম, সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী, সমাজসেবক আবু তাহের, আব্দুর রহিম, মোহাম্মদ আবুলু, নেজাম উদ্দিন, ছাত্রলীগ নেতা ইকবাল হোসাইন স্বাধীন প্রমূখ।

এসময় বক্তারা বলেন- রাজঘাট খালের ওপর একটি সেতুর অভাবে গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম জুমছড়ি, মইন্যাকাটা, মরিচ্যাচর, নজুমাতবরপাড়া, নারাইম্যাঝিরি, জুরানিখোলা, হাজিরপাড়া এবং লোহারঝিরিপাড়ার ২০ হাজার মানুষ কষ্টে আছে। এসব গ্রাম ঘেঁষা শাহসূজা সড়কের অবস্থাও অত্যন্ত নাজুক। এ ব্যাপারে দৃশ্যমান উন্নয়ন খুবই জরুরি হয়ে পড়েছে।