আব্দুল্লাহ আল যোবাইর ,কক্সবাজার:

শহরের বাকখাঁলী নদীর পানিতে ডুবে সাজ্জাদ হোসাইন ( ১৭ ) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। পানিতে গোসল করতে গিয়ে ডুবে যায় সাজ্জাদ। সে শহরের পৌর প্রিপ্যাটরী স্কুলের নবম শ্রেণির ছাত্র। শুক্রবার (৪ অক্টোবর ) বেলা ৯ টায় এ দুর্ঘটনাটি ঘটে।

সাজ্জাদ হোসাইন শহরের পেশকার পাড়া এলাকার শাহ অালম-কোহিনূর অাক্তার দম্পতির সন্তান । দুই ভাই এক বোনের মধ্যে সে ছোট।

পানিতে ডুবে গেলে তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় সকাল ৯ টার পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের প্রতিবেশী অাবদুল্লাহ অাল মামুন জানান, সাজ্জাদ সাঁতার জানতো । বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুব দিয়ে আর উঠতে পারেনি। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এলাকাজুড়ে শোকেরছায়া নেমে আসছে, সাজ্জাদের এই অকাল মৃত্যুতে বন্ধুরা মেনে নিতে পারছেনা,