প্রেস বিজ্ঞপ্তি॥
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা মোতাবেক ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৫ অক্টোবর সকাল ১১টায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভা ঝাউতলাস্থ রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ডের ৪র্থ তলার কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।
উক্ত বর্ধিত সভায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সকল কর্মকর্তা, সদস্য, পৌর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, জেলার আওতাধীন সকল উপজেলার সভাপতি/সাধারণ সম্পাদককে যথাসময়ে উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মেয়র।