প্রেস বিজ্ঞপ্তি:
হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী লোকজনকে কক্সবাজার জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না এই শুভেচ্ছা জানান।
জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট হাসান সিদ্দিকি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে মুসলিম, হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ সবাই মিলেমিশে বহুকাল ধরে বসবাস করে আছে। সবাই একে অপরের সুখে-দুখে পাশে থেকে এক সুন্দর বাংলাদেশ গড়েছে। শুধু এখন নয়, কোনকালে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা ছিল না। তবে একটি মহল বিভিন্ন সময় সংখ্যালঘুদের উপর পরিকল্পিত হামলা চালিয়ে সম্প্রীতি নষ্ট করার চেষ্টায় রত ছিল। ওই ষড়যন্ত্রকারী মহলটি প্রতি আমরা বরাবরই তীব্র নিন্দা ও ঘৃণা জানিয়ে আসছি। আগামীতেও এই কুচক্রী মহলের প্রতি আমাদের নিন্দা অব্যাহত থাকবে। আমরা চাই মুসলিমদের মত সংখ্যালঘু হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধরা এই দেশে সমান অধিকার নিয়ে সুন্দরভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান সহ স্বাভাবিক জীবন যাপন করুক। এতে বিএনপি’র সহযোগিতা ও সহমর্মিতা সবসময় অব্যাহত থাকবে। হিন্দুদের দুর্গাপূজার এই মাহেন্দ্রক্ষণে আমরা তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।