প্রেস বিজ্ঞপ্তি:

মহেশখালী – কুতুবদিয়ার সাবেক সাংসদ মরহুম ইসহাক বিএ’র ১৮ তম মৃত্যু বার্ষিকীতে আশেক উল্লাহ রফিক এমপি বলেছেন, দেশের জন্য কাজ করলে তিনি অমর হয়ে থাকেন। যেমন আমার সাবেক সাংসদ প্রিয়নেতা মরহুম ইসহাক মহেশখালী-কুতুবদিয়াবাসীর জন্য অনেক কাজ করেছেন। তিনি এই এলাকায় শিক্ষা বিস্তারে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করেছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ অসংখ্য স্মৃতি তিনি রেখে গেছেন। আজীবন জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে কাজ করেছেন। এসব পরিচ্ছন্ন ও ত্যাগী নেতাদের অনুসরণ করে আমাদের এগিয়ে যেতে হবে।

তিনি ৩ অক্টোবর বেলা ২টায় মহেশখালীর হোয়নকের বানিয়াকাটায় মুরহুমের কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত আলোচনায় এ কথা বলেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগে সহসভাপতি রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদুল আলম, ব্যবসায়ি আয়ুব কুতুবী, কালারমারছড়ার ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ, মোশারফ হোসেন খোকন চেয়ারম্যান, মুহাম্মদ রুহুল আমিন, সাজেদুল করিম, মির কাসেম, এডঃ শেখ কামাল, জেলা ছাত্রলীগের সহসভাপতি আশহাদ উল্লাহ সায়েম, মোহাম্মদ নুরুল আমিন, এনামুল করিম, জাফর আলম জফুর, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু ছালেহ, উপজেলা ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ, সরওয়ার কাইছার ছিদ্দিকী সোহেল, ছোট মহেশখালী ছাত্রলীগের সভাপতি এমরান উল্লাহ, ছোট মহেশখালী যুবলীগের সভাপতি মনির, সাধারণ সম্পাদক হেফায়ত উল্লাহ ও শ্রমিক লীগের নজরুল ইসলাম।

কর্মসূচীর শুরুতে আশেক উল্লাহ রফিক এমপি’র নেতৃত্বে মরহুমের কবর জিয়ারত ও পরে মেজবানে অংশগ্রহন করেন।