মুহাম্মদ আবু বকর ছিদ্দিক,রামু :
কক্সবাজারের রামুতে ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা তিন দিন ব্যাপী খেলা শুভ উদ্বোধন করলেন কক্সবাজার -রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। বর্ণিল আয়োজনে রামুরঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা বৃহস্পতিবার (৩ অক্টোবর) প্রথম দিনে বাঁকখালী নদীর দু’পারে হাজার হাজার দর্শকের সরব উপস্থিতি দেখা যায়।
দুপুরে রামু ফকিরা বাজারের পূর্ব পাশে বাঁকখালী নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়। ঐতিহ্যবাহি নৌকা বাইচ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি
সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের বক্তব্যে বলেন,ঐতিহ্যবাহি নৌকা বাইচ রামুবাসী সহ গণ মানুষের প্রাণের বাইশালী খেলা,নৌকা বাইচ সব পেশার মানুষের প্রাণের খেলা,এই খেলাকে ঘিরে প্রতিবছর অন্যরকম আনন্দে মেতে উঠে হাজার হাজার মানুষ। সাহিত্য, সংস্কৃতি, লোকজ ঐতিহ্যে ভরপুর পর্যটন শহর রামু উপজেলার গ্রামীণ লোকজ ঐতিহ্য নৌকা বাইচ। শত বছর আগে রামুর বাঁকখালী নদীতে রাখাইনরা নৌকা বাইচ খেলা শুরু করেন। কালক্রমে এই খেলা আমাদের ক্রীড়া-সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত হয়েছে।

ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রামু কেন্দ্রীয় নৌকা বাইচ পরিচালনা কমিটির সভাপতি ফরিদুল আলমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি রিয়াজ উল আলম, রামু থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের, ওসি তদন্ত এস.এম. মিজানুর রহমান,
রাজারকুলের ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, জেলা পরিষদে সদস্য ব্যবসায়ি নুরুল হক, গিয়াস উদ্দিন কোম্পানী, রামু উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলী হোসেন কোং, সাংসদ কমলের ব্যক্তিগত সহকারি আবু বকর ছিদ্দিক,রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফতেখাঁরকুল ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আজিজুল হক আজিজ।
রামু নৌকা বাইচ পরিচালনা কমিটির সভাপতি ও ফতেখাঁরকুল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম জানান ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সৌজন্যে বাকঁখালী নদীতে ঐতিহ্যবাহী রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজনকে ঘিরে আবাল বৃদ্ধ বণিতা সকলের প্রাণ প্রিয় ঐতিহ্যবাহী বাইশালী খেলা,নদীর দুই তীরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ ও উচ্ছ্বাসিত লক্ষাধিক নারী-পুরুষ।কেন্দ্রীয় নৌকা বাইচ রামু বাজারের পূর্ব পয়েন্টের হাইটুপি থেকে চেরাংঘাটা ঘাট পযর্ন্ত বাঁকখালী নদীতে এ নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়েছে। ঐতিহ্যবাহি নৌকা বাইচের ফাইনাল খেলা আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। এবারের প্রতিযোগিতায় কক্সবাজার সদর ও রামু চকরিয়া উপজেলাসহ মোট ২৬ টি নৌ দল অংশ নিচ্ছে। আগামী ১০ অক্টোবর দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হবে। খেলা দেখার জন্য সকল ক্রীড়াপ্রিয়দের প্রতি আমন্ত্রণ রহিল। যারা অতীতে এই নৌকা বাইচে সম্পৃত্ত ছিলো আজ তাদের কে মিনিট নীরবতার মাধ্যমে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
নৌকা খেলায়  ঘোষকের দায়িত্ব পালন করেন আওয়ামী লীগ নেতা সৈয়দ মোহাম্মদ আব্দুস শুক্কুর ও ক্রীড়াপ্রিয় ওমর ফারুক মাসুম।
খেলায় সার্বিক দায়িত্বে ছিলেন, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদে’র কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক, ইউপি সদস্য আবুল বশর,বিশিষ্ট ক্রীড়া সংগঠক ছিদ্দিক আহমদ,নৌকা বাইচ পরিচালনা কমিটি’র সাংগঠনিক সম্পাদক আসাদ উল্লাহ,(আসাদ ),ইউপি সদস্য নুর আহমদ,ইউপি সদস্য রোকন উদ্দিন,ইউপি সদস্য মোঃ কামাল উদ্দিন, ইউপি সদস্য সন্তোষ বড়ুয়া, ইউপি সদস্য জাফর আলম,ইউপি সদস্য লিটন বড়ুয়া, ক্রীড়া সম্পাদক হাজ্বী মহি উদ্দিন, আমান উল্লাহ সওদাগর, হাসান আজিজ,সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম ,ইউপি সদস্য মোর্শেদ আলম,গোপাল নাথ,আলহাজ্ব ফজল আম্বিয়া কেজি স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহিম প্রমূখ।
অংশ গ্রহণকারী নৌকা বাইচ দল গুলো হল, আশরাফুজ্জামান মাঝি, ১০নং চিরিঙ্গা ইউনিয়ন পরিষদ, চকরিয়া, কক্সবাজার। আবুল কালাম মেম্বার ও সৈয়দুল হক, জিনেরা ঘোনা, দঃ মিঠাছড়ি কালা পাহাড়, রামু। ভাই ভাই কমিটি, উত্তর ফতেখাঁরকুল, রামু। যৌথ বাহিনী, আশকরখিল, জোয়ারিয়ানালা, রামু। দারুচ্ছালাম, পূর্ব রাজারকুল, রামু। নৌকা বাইচ টীম, নয়াপাড়া, রাজারকুল, রামু। পি.এম. খালী ক্রিড়া সংঘ, মহসনিয়া পাড়া, কক্সবাজার। পূর্ব দ্বীপ ফতেখাঁরকুল একতা সংঘ, রামু। মোঃ শাহ কোম্পানী, নতুন চরপাড়া, দঃ চাকমারকুল-১, রামু। নতুন বাহিনী তালেব মেম্বার, নোনাছড়ি, জোয়ারিয়ানালা, রামু। শাহমদের পাড়া একাদশ, উত্তর চাকমারকুল, রামু। ইয়াং টাইগার স্পোটিং ক্লাব, শ্রীমুরা, উত্তর চাকমারকুল, রামু এবং কামাল শামশুদ্দিন প্রিন্স, চেয়ারম্যান, জোয়ারিয়ানালা ইউপি, রামু
১০নং চিরিঙ্গা ইউনিয়ন পরিষদ, চকরিয়া, কক্সবাজার, উত্তর চাকমারকুল যুব উন্নয়ন সংস্থা, চাকমারকুল, রামু, গর্জনিয়া বাকঁখালী একাদশ,পূর্ব বোমাংখিল, গর্জনিয়া, রামু, খোন্দকার পাড়া একতা যুব সমাজ, ফতেখাঁরকুল, রামু। চাকমারকুল, কলঘর বাজার, রামু। নওজোয়ান সমিতি পূর্ব রাজারকুল, রামু। ইদ্রিস মাঝি খেলোয়াড় একাদশ, দেয়াংপাড়া, রাজারকুল, রামু। মোহাম্মদ, অফিসের চর, ফতেখাঁরকুল, রামু। পূর্ব খরুলিয়া স্মৃতি ফলক, ঝিলংজা, কক্সবাজার। লম্বরী পাড়া কমিটি, ফতেখাঁরকুল, রামু। সোনার বাংলা খেলোয়াড় একাদশ, পূর্ব মনিরঝিল, কাউয়ারখোপ, রামু। ভাই ভাই সমিতি, পশ্চিম নোনাছড়ি, জোয়ারিয়ানালা, রামু,মোঃ শাহ কোম্পানী, নতুন চরপাড়া, দঃ চাকমারকুল-২।