ডেস্ক নিউজ:

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের এক দেহরক্ষী ‘ব্যক্তিগত বিরোধের’ জেরে বন্ধুর গুলিতে নিহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

দেহরক্ষী মেজর জেনারেল আবদুল আজিজ আল ফাগমকে গত শনিবার রাতে তার বন্ধু মামদৌহ বিন মেশাল আল আলি গুলি করে হত্যা করেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। ঘটনার সময় ফাগম

জেদ্দার আল শাতি এলাকায় অন্য আরেক বন্ধুর বাড়িতে ছিলেন। এই বাড়িটি গ্রীষ্মকালে বাদশাহ সালমান জেদ্দার যে প্রাসাদে অধিকাংশ সময় থাকেন তা থেকে কয়েক কিলোমিটার দূরে।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ-তে প্রকাশিত এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ফাগামের সঙ্গে মামদৌহ বিন মেশাল আল আলি, যাকে তার বন্ধু বলে বর্ণনা করা হয়েছে, কথা কাটাকাটির এক পর্যায়ে আলি বাইরে থেকে একটি আগ্নেয়াস্ত্র নিয়ে এসে তাকে গুলি করেন।

ঘটনাস্থলে পুলিশ আলিকে ঘেরাও করে আত্মসমর্পণ করতে বলে। কিন্তু মামদৌহ আত্মসমর্পণ করতে অস্বীকার করলে পুলিশের গুলিতে তিনি নিহত হন বলে পুলিশের বিবৃতিতে বলা হয়। গুলিতে আরেক সৌদি, এক ফিলিপিনো ও নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য আহত হয়েছেন বলেও ওই বিবৃতিতে জানানো হয়েছে।

গুরুতর আহত ফাগামকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। তিনি সৌদি আরবের মৃত সাবেক বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজেরও দেহরক্ষী ছিলেন।

সৌদি আরবে ফাগাম বেশ পরিচিত মুখ। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘নায়ক’ হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। গতকাল রবিবার সন্ধ্যায় তাকে মক্কায় কবর দেওয়া হয়।