লোহাগাড়া প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান কিন্ডারগার্ডেন ইনস্টিটিউটের বারান্দা থেকে আবু সুফিয়ান (৩৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে লাশটি উদ্ধার করা হয়েছে।
আবু সুফিয়ান কলাউজান সাম মহাজন বাড়ির নুরুল ইসলামের ছেলে। তিনি ২ মেয়ে ও ১ ছেলে সন্তানের জনক।
ঘটনার মূল রহস্য জানা সম্ভব হয়নি। জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে, স্কুলের বারান্দায় কেন লাশ? তা সবার জানার আগ্রহ।
শিক্ষার্থীরা সকালে স্কুলের বারন্দায় লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দিয়ে উঠে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
ঘটনার খবর পেয়ে লোহাগাড়া থানার (ওসি) মু. সাইফুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) মো: জহির উদ্দিন, এসআই বিকাশ রুদ্রসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
নিহতের ছোট ভাই আবু তালেব জানান, তার ভাই শনিবার দুপুর পর্যন্ত বাড়িতে ছিল। রাতে বাড়িতে না যাওয়ায় রাত ব্যাপী খোঁজাখুজি করা হয়। পরে স্কুলের বারান্দা থেকে ভাইয়ের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনায় জড়িতদের তদন্তপূর্বক বের করে কঠিন শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে আবু তালেব।
স্থানীয়রা এ ঘটনাকে পরিকল্পিত খুন বলে ধারণা করছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

লোহাগাড়া থানার (ওসি) মু. সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। লাশের সুরতহাল শেষ করে ময়নাতদন্তের লাশ মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।
রবিবার সকালে এ রিপোর্ট লিখা পর্যন্ত লাশ ঘটনাস্থলে রয়েছে।