সিবিএন ডেস্ক:
আগামী ৯ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ২২ দিন সাগরে ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইলিশের প্রজনন বাড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।
রবিবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এ-সংক্রান্ত এক বৈঠক শেষে তিনি এ কথা জানান।
আশরাফ আলী খান খসরু বলেন, ইলিশ জাতীয় মাছ। বরাবরের মতো এবারও ইলিশের প্রজনন যাতে বাড়ে এবং সবাই যেন ইলিশ খেতে পারে, সে জন্য ইলিশ ধরা বন্ধ রাখা হবে। এই সময়ে জেলেদের নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী জানান, জেলেদের দেওয়া প্রণোদনায় যাতে অনিয়ম না হয় সেদিকে নজর রাখা হবে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ ইলিশ ধরার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।