হারুনর রশিদ, মহেশখালী: 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭)-২০১৯ ইং উদ্বোধন করেন আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি। শনিবার ৭ই সেপ্টেম্বর বিকালে মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে বেলুন উড়িয়ে উক্ত খেলার উদ্বোধন করেন আলহাজ আশেক উল্লাহ রফিক এমপি। তিনি প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে বলেন- এই খেলোয়াড়দের মাঝে গড়ে উঠবে জাতীয়মানের খেলোয়াড়। অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তিনি।
মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার মোঃজামিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শরীফ বাদশা, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ডাঃ নুরুল আমিন, সহকারী কমিশনার ভূমি অংগ্যজাই মারমা,মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর, জাতীয় দলের ফুটবল খেলোয়াড সবুজ,ক্রিকেটার সুজন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ছালেহ আহমদ, হোয়ানকের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল, কুতুবজোমের চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন, শাপলাপুর ইউপির সদস্যবৃন্দ। হোয়ানক ইউপির সদস্য নুরুল কবিরসসহ বিভিন্ন ইউনিয়নের ইউপির চেয়ারম্যান ও সদস্যবৃন্দ। উপজেলার প্রতিটি ইউনিয়নের একাদশ উক্ত খেলায় অংশ গ্রহণ করেন এবং নির্ধারিত তারিখে খেলা অনুষ্টিত হচ্ছে। ৭সেপ্টেম্বরের উদ্বোধনী খেলায় একপক্ষে অংশগ্রহণ করেন হোয়ানক ইউপি একাদশ  অপর পক্ষে শাপলাপুর ইউপি একাদশ।নৈপূর্ন লাল ও হলুদ জাফসি পরিহিত ফুলবল খেলায় শাপলাপুর ইউপি একাদশ ০১, হোয়ানক ইউপি একাদশ ০৬ গোলে বিজয় লাভ করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেছেন সাবেক পৌর মেয়র সরওয়ার আজম বিএ, এবং সহকারী রেফারির দায়িত্বে ছিলেন মাষ্টার গিয়াস উদ্দিন, সাংবাদিক আমিনুল হক,সাইফুদ্দিন। নৈপূর্ন খেলা উপভোগ করেন উপজেলার ক্রিড়ামোদী দর্শক মন্ড়লী।