গত ৬ সেপ্টেম্বর অনলাইন নিউজ পোর্টাল দৈনিক আস্থায় প্রকাশিত শামলাপুরের মানবপাচারকারি কামাল অধরা শীর্ষক সংবাদটি আমি নি¤œস্বাক্ষরকারির দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন । বাস্তবতার সাথে সম্পূর্ণ বিপরীত। আমাকে মানব পাচারকারি এবং ইয়াবা পাচারকারি সাজিয়ে প্রশাসনের কাছে পরিচয় করাতে ষড়যন্ত্রভাবে আমার প্রতিপক্ষরা উক্ত মিথ্যা সংবাদ ছাপিয়েছে যা একটি অস্থিত্বহীন অনলাইনে। আমি কোনদিন মালয়েশিয়ায় মানুষ পাচার করিনি এবং ইয়াবা পাচারে আমার নুন্যতম সম্পৃক্ততা নেই। তাছাড়া আমি সৌদিয়ায় সরকারকে রেমিটেন্স দিয়ে আয় করে নৌকা তৈরি করেছি কোন অবৈধ আয়ে নয়। আমার আয় সম্পূর্ণ বৈধ এবং কষ্টার্জিত। একটি মাদকচক্রের বিরুদ্ধে আমি মামলা করার কারনে উক্ত মামলার আসামি স্থানীয় মনতলিয়াপাড়ার জাফরের পুত্র মিজানুর রহমান এবং নুর মোহাম্মদ আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে উক্ত সংবাদ ছাপিয়েছে। উক্ত ২ জনের বিরুদ্ধে ডিএমপির সবুজবাগ থানায় মামলা নং ১৭ তাং-১১-১-২০১৭ এবং বিমানবন্দর থানায় মামলা নং ৩০, ২২-১২-২০১৩ ইং পৃথক মাদক মামলা রয়েছে। মামলা থেকে জামিনে এসে পুনরায় তারা ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ দিয়ে আমাকে হেয়প্রতিপন্ন করছে। আমি উক্ত মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারী

নুর কামাল

পিতা-এজাহার মিয়া

সাং-মনতলিয়া, ২নং ওয়ার্ড, শামলাপুর,বাহারছড়া, টেকনাফ।