প্রেস বিজ্ঞপ্তি:
নবগঠিত টেকনাফ উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে নবগঠিত কমিটির সভাপতি এড. হাসান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক শাহাদত হোসেনের নেতৃত্বে এই শোডাউন অনুষ্ঠিত হয়। শোডাউনে বিপুল নেতাকর্মী অংশ নেন। শোডাউনটি টেকনাফের বিভিন্ন এলাকা ও ইউনিয়ন প্রদক্ষিণ করেন। এসময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ তৃণমূলের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

শোডাউনে অন্যান্যদের মধ্যে অংশ নেন, নবগঠিত বিএনপির কমিটির সহ-সভাপতি নূরুল আমিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এড. ছলিমুল মোস্তফা, উপজেলা যুবদলের সভাপতি (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কাইয়ুম। এছাড়াও উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আলী আহমদ মেম্বারসহ অসংখ্য দলীয় নেতাকর্মী।

এসময় নবগঠিত কমিটির সভাপতি এড. হাসান সিদ্দিকী বলেন, দেশের নির্বাসিত গণতন্ত্র উদ্ধার ও দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি আন্দোলন আরো জোরদার করতে অতীতের চেয়ে বেশি শক্তিশালী আন্দোলন করবো আমরা। আমাদের এই দুর্বার অগ্রযাত্রায় উপজেলা বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা সঙ্গী হবেন- এই প্রত্যাশা রাখি।