আব্দুল্লাহ আল সিফাতঃ

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে ১ যুগে পদার্পণকারী ১ম অরাজনৈতিক বহুমুখী ছাত্র সংগঠন নয়াবাজার আদর্শ ঐক্য পরিষদের ২০১৯-২০ সেশনের নির্বাচন ১৪ আগস্ট নয়াবাজার উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
সদস্যদের প্রত্যেক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন গেল বছরের সভাপতি শাকের হোসাইন আব্দুল্লাহ।
সাধারণ সম্পাদক পদে কামরুল ইসলামে জুয়েল, অর্থসম্পাদক পদে আব্দুজলিল, এবং প্রচার সম্পাদক পদে মামুনুর রশিদ মামুন নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা করেন ২০১৮-১৯ সেশনের নির্বাচন কমিশনার আবছার উদ্দীন।
সহযোগী নির্বাচন কর্মকর্তা ছিলেন সরওয়ার কামাল ও হাফেজ মো: ইউনুছ।
নির্বাচনের আগে সংগঠনের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
উপদেষ্টা হয়েছেন সাবেক সভাপতি মুসলিম উদ্দীন, সাবেক সভাপতি আফছার উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক সাইদুুল ইসলাম, ও সাবেক অফিস সম্পাদক সরওয়ার কামাল।
অনুষ্ঠানের শুরুতে সভাপতি শাকের হোসাইন আব্দুল্লাহর সভাপতিত্বে দায়িত্বশীলরা গেল বছরের জবাবদিহিমূলক বক্তব্য রাখেন এবং প্রত্যেক সদস্যের বিভিন্ন মৌখিক ও লিখিত প্রশ্নের জবাব দেন। নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথপত্র পাঠ করান উপদেষ্টা আফছার উদ্দীন। এরপর নবনির্বাচিত সভাপতি শাকের হোসাইন আব্দুল্লাহর হাতে নতুন সদস্য শাহরাজ মোহাম্মদ নিশান সদস্যপদের শপথ নেন। নবনির্বাচিত সভাপতি জানান, দুই দিনের মধ্যেই উপদেষ্টা পরিষদ ও নির্বাচিত দায়িত্বশীলদের পরামর্শে সদস্যদের থেকে বিভিন্ন পদে দায়িত্বশীল মনোনীত করে একটি কার্যকরী পরিষদ গঠন করা হবে। সভাপতির সমাপনী বক্তব্যে অনুষ্ঠান শেষ হয়। সঞ্চালনা করেন মামুনুর রশিদ মামুন।