আলাউদ্দিন, লোহাগাড়া :

লোহাগাড়ায় ৫২পিস ইয়াবাসহ এক যুববকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আউলিয়া ফরেস্ট অফিস সংলগ্ন মেডিকেল সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত ইয়াবা ব্যবসায়ীর নাম মোঃ আবুল কাশেম (২৬) সে উপজেলার উত্তর পদুয়া ২নং ওয়ার্ডের খন্দকার পাড়া এলাকার মো: হাবিবুর রহমানের ছেলে।

জানা যায়, লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ জহির উদ্দিনের নেতৃত্বে এএসআই আকবর আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবুল কাশেমকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে।

আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগাড়া থানায় মামলার প্রস্তুতি চলছে জানা গেছে ।