সংবাদদাতাঃ
পবিত্র ঈদুল আযহার দ্বিতীয় দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ওলামাদের মাঝে গোশত বিতরণ করা হয়েছে।
নতুন পুরনোসহ উখিয়া-টেকনাফের ৩০টি শিবিরে ১১ লাখের বেশি রোহিঙ্গা অবস্থানের প্রেক্ষিতে শুরু থেকে ইসলামী আন্দোলনের ব্যবস্থাপনায় নির্মিত ও পরিচালিত কুতুপালং, বালুখালী, থাইংখালী, জামতলী, রইক্ষং, হাকিমপাড়া ও লেদা ক্যাম্পের মসজিদ, মাদ্রাসা, স্কুলের শিক্ষকদের মাঝে গোশত বিতরণ করেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি কক্সবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার জসিম উদ্দিন ও এম জাহাঙ্গীর রফিক।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী বলেন, মানবতার সেবায় ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকে রোহিঙ্গাদের পাশে রয়েছে। কেন্দ্রীয় নির্দেশনার আলোকে রোহিঙ্গা উলামায়ে কেরামের মাঝে কুরবানীর গোশত বিতরণ করা হয়।