আবুল কালাম ,চট্টগ্রাম:
চট্টগ্রামের আকবরশাহ থানাধীন সিডিএ ১নং রোডের মাথায় মির সিএনজি ফিলিং স্টেশন এর সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর হইতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়শ পিস ইয়াবাসহ এক জন রোহিঙ্গা কে গ্রেফতার করেছে নগরীর আকবরশাহ থান পুলিশ।
বৃহস্পতিবার (৮ আগষ্ট) বিকাল ৩ টার দিকে এক বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম হলো অলি উল্লাহ(২১), পিতা-লিয়াকত আলী, মাতা-সাজেদা, স্থায়ী সাং-কোয়াং চিবং, থানা-তমব্রু, জেলা-আরাকান, দেশ-মায়ানমার,
বর্তমানে সে-বালুখালী, বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার। থানায় এজাহার দায়ের করিলে এ সংক্রান্তে আকবরশাহ্ থানার মামলা নং-০৯, তারিখ-০৮/০৮/২০১৯খ্রিঃ ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ৯(ক) তৎসহ ১৯৪৬ সনের বৈদেশিক নাগরিক সম্পর্কিত আইনের ১৪ ধারা রুজু করা হয়।