ক্রীড়া প্রতিবেদক :

তিনটি টি-২০ ক্রিকেট ম্যাচের মধ্যে দ্বিতীয় ম্যাচেও কক্সবাজার ক্রিকেট একাডেমী অনুর্ধ্ব-১৪ কে হারিয়ে হারিয়েছে চট্টগ্রাম এস.এস ক্রিকেট একাডেমী অনুর্ধ্ব-১৪। এতে ২-০তে এগিয়ে সিরিজ নিশ্চিত করল সফরকারীরা। মঙ্গলবার কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ট্রসে জিতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে কক্সবাজার ক্রিকেট একাডেমী ৬৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে জিহাদ ১৪ ও সাফিন ১৪ রান করে। চট্টগ্রাম এস.এস ক্রিকেট একাডেমীর তামিম ৫টি উইকেট তুলে নেয়। ৬৯ রানের টার্গেটের জবাবে সফরকারীরা জয় পেতে ৬ উইকেট হারায়। দলের পক্ষে মহসিন ২০ ও শুভ ১৫ রান করে। স্বাগতিক দলের মাসুম ৩টি উইকেট নেয়। ম্যাচ সেরা হয় চট্টগ্রাম এস.এস ক্রিকেট একাডেমীর মোহাম্মদ তামিম।

তাকে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট তুলে দেন সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এম.এ আজিল রাসেল, সহ-সভাপতি সাংবাদিক আজিম নিহাদ, সাধারন সম্পাদক (কোচ ও পরিচালক) লতিফ উল্লাহ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন লাভু, সহ সাধারণ সম্পাদক, মিজবাউল হক। বুধবার ৭ আগষ্ট সিরিজের শেষ টি-২০ ম্যাচ ও পুরস্কার বিতরণী একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।