আলাউদ্দিন, লোহাগাড়া :
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেছেন, কোরবানীর পশুর হাটের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় হাটগুলোতে পুলিশের আলাদা ক্যাম্প থাকবে।
হাটে কাউকে চাঁদা দিবেন না, কেউ চাঁদা দাবী করলে আটক করে পুলিশকে খবর দিবেন। কোরবানীর পশুর হাটে কেউ চাঁদাবাজি করলে ছাড় দেয়া হবে না। কোন পশুবাহী গাড়িতে চাঁদাবাজি করার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে।
৪ আগষ্ট ( রবিবার) সন্ধ্যায় লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ কক্ষে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে কোরবানীর পশুর হাটের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় হাট ইজারাদারদের সাথে মত বিনিময় সভায় এই কথা বলেন।
তিঁনি আরো বলেন, সকল হাটে জাল নোট শনাক্ত করতে মেশিন এবং প্রতিটি হাটে নিজস্ব স্বেচ্ছাসেবক রাখতে হবে।
হাটে মাইকিং করে গরু ব্যবসায়ীদের সচেতন করতে হবে এবং প্রয়োজনে পুলিশের সহায়তা নিতে পারবে। যে কোন সমস্যায় পুলিশ প্রশাসন সবাইকে সর্বোচ্চ সাহায্য ও সহযোগিতা করবে।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: জহির উদ্দিন লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার আবদুল হক।
ইজারাদারদের মধ্যে উপস্থিত ছিলেন, নাজিম উদ্দিন, দেলোয়ার হোসেন ছুট্টু, মো’ তারেক প্রমুখ ।