পেকুয়া সংবাদদাতা:
পেকুয়ায় নতুন ভোটার হালনাগাদে বাছাইকৃতদের ছবি তোলার আনুষ্টানিক কার্যত্রম শুরু হয়েছে।

শনিবার (৩ আগস্ট) সকাল ৯ টা থেকে উপজেলার মগনামা ইউনিয়নে কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়।

মগনামা ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিমের সভাপতিত্বে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবউল করিম। এসময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উম্মে কুলছুম মিনু, উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম ও উপজেলা নির্বাচন অফিস কর্মকর্তারা।

পেকুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, নতুন ভোটার হালনাগাদ কার্যক্রমে আমরা সবার কাছে নতুন আবেদন ফরম পৌঁছে দিয়েছি। তার মধ্যে উপজেলা নির্বাচন বোর্ড যাচাই-বাচাই করে একটি তালিকা তৈরী করে। মগনামা ইউনিয়নে ১ হাজার ২৮ জন আবেদনকারীর মধ্যে ৯৮১জন উত্তীর্ণ হয়। এ কার্যক্রমে তাদের ছবি তোলা হবে।

তিনি আরো বলেন, ছবি তোলা কার্যক্রমে যাদের নাম বাদ পড়েছে তাদের আপিল করতে হবে। নির্দিষ্ট দিনে আপিলের শুনানির মাধ্যমে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।