৩ আগস্ট ২০১৯ ইং দৈনিক কক্সবাজার পত্রিকার ১ম পাতায় প্রকাশিত “ ককসবাজারে দাপিয়ে বেড়াচ্ছে হুন্ডি ব্যবসায়ীরা ” শিরোনামে সংবাদটি আমার মনোযোগ আকর্ষণ করেছে। পরিবেশিত সংবাদে আমাকে জড়িয়ে যা উপস্থাপিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রনোদিত। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি দীর্ঘদিন ধরে ঈদগাঁও বাজারের বাঁশঘাটায় সুনামের সহিত আকিজ ফ্রুট এন্ড বেভারিজ কর্তৃক প্রস্ততকৃত কোমল পানীয় সামগ্রী আমার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্টান মা এন্টারপ্রাইজের মাধ্যমে বাজারজাতকরণ করে আসছি। হুন্ডি ব্যবসার মত জঘন্য এবং রাষ্ট্রদ্রোহী কাজে আমি আগে থেকে অদ্যবধি কখনও জড়িত ছিলামনা এবং নাই। এলাকার একটি কুচক্রী মহল আমার ব্যবসায়িক সুনাম ক্ষুন্ন এবং সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করতে সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে এ ধরনের কাল্পনিক নাটক মঞ্চস্থ করেছে। পরিশেষে প্রকাশিত সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী

মিজানুর রহমান

সত্বাধিকারী, মা এন্টারপ্রাইজ, বাঁশঘাটা , ঈদগাঁও বাজার, সদর, কক্সবাজার।