প্রেস বিজ্ঞপ্তি:
স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে কক্সবাজারে প্রথমবারের অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আইকিউ কনটেস্ট-২০১৯’। আগামী ৯ আগস্ট, শুক্রবার শহরের বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি ভেন্যুতে দিনব্যাপী এ প্রতিযোগিতা চলবে। প্রতিযোগিতার আয়োজক স্বেচ্ছাসেবী সংস্থা মার্কি ফাউন্ডেশন ও মেডিটেটিভ ইয়ুথ বাংলাদেশ।

মার্কি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ইব্রাহিম খলিল বলেন- শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা যাচাইয়ের উদ্দেশ্যেই এ আয়োজন। প্রতিযোগিতায় অংশ নেবে কক্সবাজার জেলার আটটি উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় ১ হাজার শিক্ষার্থী। অংশগ্রহনে ইচ্ছুক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন চলছে। রেজিষ্ট্রেশন ফি ১০০ টাকা। চারটি ক্যাটেগরীতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রাইমারি ক্যাটেগরী : তৃতীয়-পঞ্চম শ্রেণি, জুনিয়র ক্যাটেগরি: ষষ্ঠ-অষ্টম শ্রেণি, সেকেন্ডারি ক্যাটেগরী: নবম- দশম শ্রেণি ও হায়ার সেকেন্ডারি ক্যাটেগরী: একাদশ- দ্বাদশ শ্রেণি।অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সনদ দেয়া হবে। প্রতিটি ক্যাটেগরীতে ১০ জন করে মোট ৪০ জন প্রতিযোগীকে পুরষ্কৃত করা হবে।

রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ
মার্কি অফিস (ফিরোজ ইংলিশ কেয়ার) মাহিমা ম্যানশন, তারাবনিয়ার ছড়া মসজিদের সামনে, প্রধান সড়ক কক্সবাজার।
মোবাইল- ০১৭১২১৯৪৯৭২/০১৭১৪৩৭৪৬৩৪