সিবিএন : দেশের প্রথম নারী পিপি কক্সবাজারের এডভোকেট শামীম আরা বেগম স্বপ্না ,সুনামগঞ্জের অ্যাডভোকেট শামছুন্নাহার বেগম (শাহানা রব্বানী) নন । যদিও গত ২৪ জুলাই দেশ রুপান্তর নিউজ পোর্টালে প্রকাশিত ‘পিপি হলেন সুনামগঞ্জের শামছুন্নাহার বেগম’ শিরোনামে প্রকাশিত সংবাদে দেশের প্রথম নারী পিপি হিসেবে অ্যাডভোকেট শামছুন্নাহার বেগমকে উল্লেখ করা হয়েছে।
প্রাপ্ত তথ্যে জানা যায় , কক্সবাজারের এডভোকেট শামীম আরা বেগম স্বপ্না বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী হিসেবে পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব পান । তিনি ১ ডিসেম্বর ২০০১ সাল থেকে ২১ মে ২০০৭ ইংরেজি সাল পর্যন্ত কক্সবাজার জেলার পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। সে হিসেবে দীর্ঘ ১৮-বছর পর পাবলিক প্রসিকিউটর মনোনীত হলেন সুনামগঞ্জের অ্যাডভোকেট শামছুন্নাহার বেগম (শাহানা রব্বানী)। তিনি ২য় নারী পিপি।
এ ব্যাপারে জানতে চাইলে কক্সবাজারের এডভোকেট শামীম আরা স্বপ্না বলেন , এটা ভুল তথ্য । আমিই দেশের প্রথম নারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিষ্টার সাথে দায়িত্ব পালন করে এসেছি। এ তথ্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে সত্যতা নিরুপনের সুযোগ আছে।
তিনি সুনামগঞ্জের অ্যাডভোকেট শামছুন্নাহার বেগম (শাহানা রব্বানী)কে অভিনন্দনও জানান দেশের ২য় নারী পিপি হিসেবে দায়িত্ব লাভ করায় । তাহার সফলতা কামনা করেন।