বলরাম দাশ :

কক্সবাজার শহরের বৌদ্ধ মন্দির সড়কস্থ জাদিরাম পাহাড় নিবাসী ও রামু জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রতন দাশের (প্রকাশ লহ্মীবাসি স্যার) মাতা জ্যোৎস্না বালা দাশ পরলোকগমন করেছেন (দিব্যাং লোকাং স্বঃগচ্ছতু)। বার্ধত্যজনিত কারণে রবিবার সকাল ৭টার দিকে নিজ বাসভবনে ৮৫ বছর বয়সে মারা যান জ্যোৎস্না বালা। মৃত্যুকালে তিনি ১ পুত্র ও ৫ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে রবিবার বিকেলে গ্রামের বাড়ি লোহাগাড়া উপজেলার টংকারবর্তীকূলে জ্যোৎস্না বালার শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে।