প্রেস বিজ্ঞপ্তি :
গুজব-গণপিটুনির মতো অনৈতিক কর্মকান্ড থেকে দুরে থাকার অঙ্গীকার করেছে কক্সবাজার সদরের ‘ ছনখোলা মডেল হাইস্কুলের’ পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী। গতকাল রোববার দুপুরে স্কুল প্রাঙ্গনে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে আয়োজিত ‘ গুজবে কান দেবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না’ শীর্ষক শ্লোগানে আয়োজিত মানববন্ধনে এই অঙ্গীকার করা হয়।
পরে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্টিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার অছিউর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরী । বিশেষ অতিথি ছিলেন-প্রথম আলো কক্সবাজার আঞ্চলিক অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানা।
বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, সহকারী শিক্ষক আরিফুর রহমান, কক্সবাজার বন্ধুসভার সভাপতি ইব্রাহিম খলিল, বন্ধুসভার কায়সার হামিদ, সাদিয়া হোসেন, রাহিমা আকতার খুশি, ইনজামামুল হক, সাফকাত শাহরিয়ার, মুরাদ মুক্তাদির তোহা, রেশমি সুলতানা, সাবরিনা মনজুর সাম্মি, মোহাম্মদ আবদুল্লাহ প্রমুখ।
প্রধান অতিথি অধ্যক্ষ একেএম ফজলুল করিম বলেন, পদ্মা সেতু নির্মানে শিশুর মাথা লাগছে বলে যে গুজম ছড়ানো হয়েছে- তা সরকারের বিরুদ্ধে অপপ্রচার। এ পর্যন্ত গুজব-গণপিটুনিতে সারাদেশে যে ৯ জনের মৃত্যু হয়েছে, তারা কেউ ছেলেধরা ছিলনা। পরিকল্পিতভাবে ৯ জনকে হত্যা করার প্রমাণ পেয়েছে আইনশৃংখলা বাহিনী। তাই গুজব থেকে শিক্ষক-শিক্ষার্থীদের সতর্ক ও সচেতন থাকতে হবে। তিনি উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের গুজব থেকে দুরে থাকার শপথ করান। শিক্ষক-শিক্ষার্থীরাও এ ব্যাপারে কঠোর থাকার অঙ্গীকার করেন।
প্রথম আলোর সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা বলেন, শহরের তুলনায় গ্রামের মানুষ গুজবে কান দিচ্ছেন। তাই আমরা গ্রামের দিকে হাত বাড়িয়েছি। শিক্ষক-শিক্ষার্থীদের গুজবে বিষয়ে সতর্ক থাকতে হবে। অন্যদেরও সচেতন করতে হবে। গুজব আর গণপিটুনিতে জড়িয়ে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন-সেব্যাপারেও সতর্ক থাকতে হবে। গুজব ছড়ানোর কোনো খবর পেলে সঙ্গে সঙ্গে ৯৯৯ নম্বরে জানাতে হবে।
# বৃক্ষরোপন কর্মসূচি :
আলোচনা সভা শেষে বন্ধুসভার সদস্যরা বিদ্যালয়ের চার পাশে ৮২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপন ও বিতরণ করেন। বিদ্যালয়ের মাঠে একটি নারকেলের চারা রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল করিম চৌধুরী।