নিজস্ব প্রতিবেদক
টেকনাফে এলাকাবাসীর উপর হামলা চালিয়েছে চিহ্নিত ও তালিকাভূক্ত ইয়াবা কারবারিদের একটি চক্র। সীমান্ত শহর কক্সবাজারের টেকনাফের বড়হাবিব পাড়া সরকারী প্রাথমকি বিদ্যালয় মাঠে এমন ঘটনা ঘটেছে গত শনিবার বিকালে। আর প্রকাশ্যে দিবালোকে ইয়াবা কারবারিদের এমন সংঘবদ্ধ সন্ত্রাসী হামলায় হতবাক এলাকাবাসী। একই সাথে ক্ষোভও প্রকাশ করেছেন তারা।
এলাকাবাসী অভিযোগ করে জানান, টেকনাফ সদর ইউনিয়নের বড়হাবিব পাড়ার শীর্ষ ইয়াবা কারবারি ইসলামের নেতৃত্বে গড়ে উঠা ইয়াবা সিন্ডিকেটের বিভিন্ন কর্মকান্ডে বাধা হয়ে আসছিলেন এলাকার শান্তিপ্রিয় লোকজন। কিন্তু সকল বাধা উপেক্ষা করে তারা দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচারের পাশাপাশি এলাকায়ও ইয়াবা বিক্রি শুরু করেন। এ অবস্থায় এলাকার লোকজন তাদের এসব কাজে বাধা হয়ে দাঁড়ান। এক পর্যায়ে ইয়াবা চক্রের প্রধান ইসলাম বেশ কয়েকবার কারাগারে যান। সর্বশেষ প্রায় এক মাস আগে ইসলাম কারাগার থেকে বেরিয়ে আসে। এরপর থেকেই এলাকার প্রতিবাদি লোকজনকে হুমকি দিয়ে আসছিল। এর অংশ হিসেবে গত শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে বড়হাবিবপাড়ার ইয়াবা ব্যবসায়ী মৃত আলী চানের পুত্র মো. ইসলাম, আজিজুর রহমান প্রকাশ আজিরান, ফয়েজুর রহমান প্রকাশ ফজরান, ছৈয়দুর রহমান প্রকাশ ছদুরান, আবদুর রহমান, হাবিবুর রহমান ও হাজী গুরা আলীর পুত্র আবদুল মালেকের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল দেশিয় অস্ত্র হাতে বড়হাবিব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে উৎপেতে থাকে। পরে একই এলাকার প্রতিবাদি যুবক ছৈয়দ আলীর পুত্র আবদুল্লাহ, কাশেম আলীর পুত্র মোঃ আলমসহ বেশ কয়েকজন স্কুল মাঠে খেলতে গেলে পূর্ব থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা তাদের ঘিরে ফেলে। একপযার্য়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। এতে ছৈয়দ আলীর পুত্র আবদুল্লাহ ও কাশেম আলীর পুত্র মোঃ আলম আহত হয়। পরে এলাকাবাসী সন্ত্রাসীদের ধাওয়া করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহতদের এলাকাবাসী উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিচ্ছেন।