শাহী কামরান : কক্সবাজার নিউজে প্রকাশিত সংবাদের সুত্রধরে তৌহিদ নামের শিশুটির অভিভাবক পাওয়া গেছে।
হারিয়ে যাওয়া ছেলেটির কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের মুহসিনিয়া পাড়ায় আত্মীয় স্বজন রয়েছে। বর্তমানে তাদের হেফাজতে আছে এবং তার মায়ের কাছে পাঠানোর ব্যবস্থা তারা করবেন বলে আশ্বস্ত করেছেন। ছেলেটি শুরুতে মিথ্যা কথা বলেছিল। তার মা ও বাবার মধ্যে বিচ্ছেদ হওয়ায় সে বেশীরভাগ সময় মায়ের কাছে থাকতো।
তবে মাঝে মধ্যে মায়ের বকুনি শুনলে কাউকে কিছু না বলে কক্সবাজারে আত্মীয়ের বাসায় চলে আসতো। সে পথ ঘাট সব ভাল ভাবে চিনে এবং জানে। প্রথমে সব কিছু মিথ্যা বললেও পরে সে স্বীকার করে। তাকে স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।
তৌহিদ নামের ছেলেটি এখন অভিভাবকের হাতে
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
