মো.মনজুর আলম, চকরিয়া:
চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ছড়াখাল দখল করে নির্মাণ করা ৫০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। ১৮ জুলাই বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত চকরিয়ার বানিয়ারছড়া স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার ইখতিয়ার উদ্দিন আরাফাতের নেতৃত্বে একদল পুলিশ এ অভিযানে অংশ নেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার ইখতিয়ার উদ্দিন আরাফাত বলেন, ছড়াখাল দখল করে অবৈধভাবে দোকান নির্মাণ করে পানি চলাচলের পথ বন্ধ করে রাখে ওই এলাকার কিছু দখলবাজচক্র। এতে করে বন্যার সময় পুরো এলাকা পানিতে তলিয়ে যায়। এলাকাবাসীর কাছ থেকে এমন অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে প্রায় ৫০ টি দোকান ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, অবৈধভাবে নদী ও ছড়াখাল দখলকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।