মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর):
ভারতের তামিলনাড়ুস্থ সেন্ট্রাল কারাগারে ১৪ জন বাংলাদেশী দীর্ঘ ২ বছর কারাভোগ শেষে রবিবার দুপুরে বেনাপোল দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করেছে।
ফেরত আসা বাংলাদেশিরা হলো সেলিম (২৫),লিটন(৩২),মমিন(৩৫),ইব্রাহিম (৩২),রবিউল ইসলাম (২৫),ফজলুল করিম (৩৫),দেলোয়ার হোসেন(২৬),আনোয়ার হোসেন (২৯),রশিদ (৩৮),রনি মিয়া(২৮),বাসার (৩৭),শরিফুল (২৫),সবুজ মিয়া (৩৭)ও আব্দুল রশিদ (৩৪)।এদের বাড়ী ফরিদপুর, মাদারীপুর, নোয়াখালী, রাজবাড়ী ও সাতক্ষীরা জেলার বিভিন্ন থানা এলাকায়।
ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার জানান, তারা দুই থেকে আড়াই বছর পূর্ব অভাবের কারণে ভালো কাজের আশায় দালালের মাধ্যমে অবৈধভাবে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পর সেখানকার পুলিশের হাতে আটক হয়। পরে ভারতের তামিলনাড়ুস্থ সেন্ট্রাল কারাগারে থাকার পর আজ বাংলাদেশে ফেরত আসেন।ইমিগ্রেশন পুলিশের আনুষ্ঠানিকতা শেষ করে তাদেরকে বেনাপোল পোর্ট থানায সোপর্দ করা হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।