বার্তা পরিবেশক:

কক্সবাজারের রামু আল জামেয়াতুল দারুল উলুম চাকমারকুল মাদ্রাসার মুহতামিম মাওলানা সিরাজুল ইসলামসহ ৪ জনের বিরুদ্ধে রামু থানায় মামলা হয়েছে। গত ১৩ জুলাই রামু থানায় মামলাটি দায়ের করেন রামু পশ্চিম চাকমারকুলের হাবিব উল্লাহর স্ত্রী মর্জিয়া সুলতানা।

মামলার এজাহারে বাদি জানান, গত ২৮ মে পশ্চিম চাকমারকুল এলাকার মৃত আব্দুর রহিমের পুত্র মৌলানা আবদুল গফুর ও আমির হামজার পুত্র মাওলানা সিরাজুল ইসলামের নেতৃত্বে ৪/৫ জন সন্ত্রাসী লোহার রড ও অন্যান্য দেশিয় অস্ত্র হাতে তার মায়ের ঘরে অতর্কিত প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। হামলার সময় সন্ত্রাসীরা বসতবাড়িতে ব্যাপক ভাংচুর চালায় এবং মাওলানা সিরাজুল ইসলাম তার গলা থেকে ৫০ হাজার টাকা দামের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। তার চিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে। আর এ ঘটনায় মামলা-মোকদ্দমা করলে তাকে ও তার সন্তানদের মারধর, হত্যা করে লাশ গুম করা হবেসহ বিভিন্ন ধরণের হুমকি দেয়।

মামলার বাদি আরও জানান, আসামীরা প্রভাবশালী হওয়ায় হুমকি-ধমকির কারণে তিনি স্থানীয়ভাবে ঘটনা মিমাংসার চেষ্টা চালান কিন্তু দিন দিন আসামীরা আরও বেপরোয়া হয়ে অত্যাচার-নির্যাতন করতে থাকলে তিনি মামলা করতে বাধ্য হন। আর মামলা করার পর থেকেই সন্ত্রাসীরা বন্দুক দেখিয়ে গুলি করে মারার হুমকি দিচ্ছে। এ অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন উল্লেখ করে বাদি আরও জানান, তার স্বামী সৌদি প্রবাসী। তিনি তার ৪ নাবালক ছেলে-মেয়ে নিয়ে মা-ভাইয়ের বাড়িতে থাকছেন। সামান্য পারিবারিক দ্বন্ধের জের ধরে তারা সন্ত্রাসী কায়দায় তাদের উপর হামলা চালিয়েছে।

মাওলানা সিরাজ ইতিপূর্বে ৬ মাস কারাগারে ছিলেন। তিনি অত্যন্ত খারাপ প্রকৃতির লোক। তিনি এখন বড় একটি বন্দুক নিয়ে তাকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে জানিয়ে বাদির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।