আবদুল মজিদ , চকরিয়া :
চকরিয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে স্বামীর পরকিয়ায় বাধা দেয়ায় দুই সন্তানের জননী স্ত্রীকে কুপিয়ে জখম করেছে পাষন্ড স্বামী। ১২ জুলাই বিকাল ৩টার দিকে উপজেলার কোনাখালী ইউনিয়নের মরণঘোনা গ্রামে ঘটেছে এ ঘটনা।
প্রাপ্ত তথ্যে জানাগেছে, কোনাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাংলাবাজার এলাকার আবুল কালামের মেয়ে রুবি আক্তারের সাথে বিগত ৯ বছর পূর্বে শরীয়াহ মতে বিয়ে হয় মরণঘোনা গ্রামের মোহাম্মদ শরীফের পুত্র রবিউল আলমের। সংসারে ২জন পুত্র সন্তান রয়েছে। জীবিকা নির্বাহের সুবাদে বাঘগুজারা ব্রীজ এলাকায় একটি রাইচমিল করেন স্বামী রবিউল। এ সুযোগে ওই এলাকার সৌদি প্রবাসী মোঃ শফির স্ত্রী তৈয়বা বেগমের সাথে পরকিয়ায় জড়িয়ে পরে স্বামী রবিউল। স্ত্রী একাধিকবার বাধা নিষেধও করা সত্ত্বেও পরকিয়া অব্যাহত। সর্বশেষ গত ৩দিন পূর্বে প্রবাসীর স্ত্রীর সাথে রবিউলের পরিবারের সদস্যরা গিয়ে আপত্তিকর অবস্থায় হাতে-নাতে ধরে ফেলে। ওই ঘটনায় ক্ষিপ্ত হয়ে রবিউল তার স্ত্রীকে হত্যা চেষ্টায় ধারালো অস্ত্র নিয়ে খোজাখুজি করলে স্বামীর বড় ভাই ইয়ার খানের বাড়িতে আত্মগোপনে থাকে।
পরকিয়ায় আসক্ত পাষন্ড স্বামী সেখানে গিয়ে স্ত্রী রুবি আক্তার (২৬)কে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্খাজনক রয়েছে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।