মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার আমিলাইষে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ও বন্যার্ত ২০০ পরিবারের মধ্যে সরকারি ভাবে ত্রাণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকালে আমিলাইষ ইউনিয়ন পরিষদে ক্ষতিগ্রস্তদের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোবারক হোসেন। এসময় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোবারক হোসেন বলেন, টানা বর্ষণে পাহাড়ি ঢলে অনেক পরিবার পানি বন্দী হয়ে পড়েছেন। নদী ভাঙ্গনে বেশ কিছু পরিবার ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরেজমিনে পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত লোকজনের খুঁজ খবর নিয়েছি। স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করে দ্রুত দেওয়ার জন্য। তালিকা পেলেই জেলা প্রশাসক মহোদয়কে জানানো হবে।
ত্রাণ বিরতণকালে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন
কর্মকর্তা কামরুল ইসলাম, আমিলাইষ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এইচ এম হানিফ, ইউপি সদস্য মোস্তাক আহমদ, ফজল করিম, কামরুন্নাহার, মোঃ নাসির প্রমুখ।