সংবাদ বিজ্ঞপ্তি:
এনজিওদের সম্বনয়কারী প্রতিষ্ঠান এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সীজ ইন বাংলাদেশ (এডাব) কক্সবাজার জেলা শাখার উদ্যোগে বুধবার (১০ জুলাই) বিকালে কক্সবাজারে “সুশাসন প্রতিষ্ঠায় বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজারের এনজিও সংস্থা পালস এর প্রধান নির্বাহী ও এডাব জেলা শাখার সভাপতি আবু মোরশেদ চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। মূখ্য আলোচক ছিলেন জাতীয় পর্যায়ের এনজিও সিসিডিবির প্রধান নির্বাহী ও এডাবের চেয়ারপারসন জয়ন্ত অধিকারী। সেমিনারের মূল বিষয়ের উপর ধারণাপত্র উপস্থাপন করেন এডাব জেলা কমিটির সদস্য সচিব, মুক্তি কক্সবাজারের প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার। আলোচনা করেন এডাবের পরিচালক মোহাম্মদ জসীম উদ্দিন।
মুক্ত আলোচনায় অংশ নেন প্রকৌশলী কানন পাল, জ্যেষ্ঠ সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত, আইনজীবী আয়াছুর রহমান ও আবদুল শুক্কুর, কলেজ শিক্ষক অজিত পাল,  গুলশান রওশন, শিউলী শর্মা, জাহাঙ্গীর আলম, রাহিদুল ইসলাম, সুব্রত দত্ত, আবুল কাসেম প্রমুখ।
পৌর মেয়র মুজিবুর রহমান বলেন, সকল ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করতে হলে সর্বাগ্রে প্রয়োজন সকলের সকল ক্ষেত্রে অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতার ব্যবস্থা করা।
এডাবের চেয়ারপারসন জয়ন্ত অধিকারী বলেন, এনজিওদের সকল কাজে শুধু স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করলে হবে না, কাজের সকল ক্ষেত্রে থাকতে হবে এদেশের জনগণের প্রতি দায়বদ্ধতা এবং দেশপ্রেম।