অনলাইন ডেস্ক:

দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর অনেকেই বিয়ের সিদ্ধান্ত নেন। অনেক প্রত্যাশা নিয়ে বিয়ে করার পর অল্পদিনেই সেটি ভেঙ্গে যায় এমন উদাহরণ কম নয় আমাদের চারপাশে। জীবনের শেষপর্যন্ত স্বামী-স্ত্রী হিসেবে জীবন পার করে দেওয়াতো একদম স্বাভাবিক চিত্র।

অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে, দীর্ঘ বিয়ের সম্পর্কগুলোতে এক পর্যায়ে দাম্পত্য জীবন স্বাভাবিক হয়ে আসে। এতে কোনো ধরণের সুখ আর থাকে না। জীবনের জন্যই যেন একসঙ্গে থাকা।

টাইমস অব ইন্ডিয়া জানায়, সম্প্রতি ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির একটি গবেষণা বলছে ভিন্ন কথা। দীর্ঘ দাম্পত্য জীবনেই অধিক সুখ নিহিত। এখানেই সুখী হওয়ার সুযোগ বেশি। তবে তার মানে এই নয় যে, দীর্ঘদিন ধরে দাম্পত্যজীবন মানেই সুখী জীবন।

গবেষণাটি বলছে, দীর্ঘ দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে পরস্পর বোঝাপড়া বাড়ে। একে অপরের চাহিদা ও অনুভূতি নিয়ে পরিপক্কতা বৃদ্ধি পায়। এটি যতদিন যায় আরও মজবুত হয়।

বয়সের সঙ্গে সঙ্গে স্মৃতি বাড়ে, পরিবারের নানা ধরনের সুখকর ঘটনাও যুক্ত হয়। ছেলে-মেয়েসহ পরিবারের সদস্যদের সাফল্য তাদের আনন্দিত করে। যা মানসিকভাবে চাঙ্গা রাখে দুইজনকেই।

গবেষকেরা জানাচ্ছেন, দীর্ঘ সম্পর্কে থাকা সঙ্গীদের মধ্যে হতাশা কম থাকে। একই সঙ্গে শারীরিকভাবে তারা অধিক সুস্থও থাকেন।