মোঃ ওসমান গনিঃ

কক্সবাজার সদরের ভারুয়াখালী থেকে মোঃ বাবুল মিয়া (৫৫) নামের ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১০ জুন বেলা ২ টার দিকে ভারুয়াখালীর ঘোনাপাড়াস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সে ওই এলাকার মোঃ মুফিজুর রহমানের ছেলে।
ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান জানান, মোঃ বাবুল মিয়া এসপিট ১২০/৯৯, জিআর ৫১/৯৯ নং মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। সে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হবে।